প্রাথমিক ভাইভা অভিজ্ঞতা ২০২২- Primary Viva Experience


Primary Viva Experience

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের ভাইভা অভিজ্ঞতা 

ঢুকে সালাম দিলাম। আসতে পারি? 

জ্বি আসুন।

আমি অনুমতি নেয়ার আগেই বসুন,আরে বসুন।

আমি- ধন্যবাদ। 

বোর্ড- আমার খাতায় লেখা বাক্যটা দেখিয়ে লিখুন।

আমি- কলম খুঁজছিলাম।

বিসিএস গণিত প্রস্তুতি নিয়ে যারা টেনশনে আছেন তাদের জন্য কিছু পরামর্শ ।

বোর্ড- এই নিন কলম।সবাই কলম নিয়ে চলে যাচ্ছে।

আমি- স্যার, আমার কলমটাও একজন নিয়ে আর ূেয়নি বলেই কলম ছাড়াই ঢুকতে হলো।

বেরড- ইটস ওকে।

আমার কগজপত্র দিলাম একজন দেখতে লাগলেন।

একজন মহিলা ম্যাজিস্ট্রেট ছিলেন।

উনি বললেন, 

আপনার পড়াশোনা কোথায়??

শিক্ষকতা করেও প্রথম পছন্দে শিক্ষা ক্যাডার নেই কেন?

আমি- এল এল.বি এলএল.এম জগন্নাথ বিশ্ববিদ্যালয়। 

বোর্ড - এতো ভালো সাবজেক্টে পড়েছেন,বিজেএস এ হয়নি।আপনি তো অনেক স্মার্ট, রেজাল্ট ভালো।

আমি- আসলে আমার ব্যারিয়ারগুলো বললাম।

তারা সবাই আমার সাথে খুবই হাসিমুখে গল্প করলেন।

বোর্ড- বলেন তো প্রাইমারি তে এখন এতো নারীদের নেয়া হয়।এটা কেনো? আপনার মতামত দিবেন।

কোচিং না করে ও খারাপ জিপিএ নিয়েও বিসিএস পাওয়া সম্ভব!

আমি- আসলে মেয়ারা ধৈর্য্যশীল হয়,তারা সব পরিস্থিতিতে খাপ খাইয়ে নিতে পারে।আর এটা মেয়েদের শক্তি,পজিটিভ শক্তি।তাদের এই শক।তিটা প্রাইমারীএডুকেশনে প্রয়োজন কারণ এখানে সরাসরি বাচ্চাদের সাথে ডিল করতে হয়।আর তা একজন মেয়পর পক্ষে সুন্দর করে করা সম্ভব।আরও কিছু বলেছিলাম।

বোর্ড- আপনার উত্তর পছন্দ হয়েছে।

বোর্ড - বলেন তো নেসেসিটি অফ ল কি? জুরিস্প্রুডেন্স কি?

আমি- বললাম। প্রথম অংশ ভালো পারিনি।

বোর্ড -আপনার রেজাল্ট খুবই ইম্প্রেসিভ।আপনি কি থাকবেন?? 

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম ধাপের প্রশ্ন বিশ্লেষণ

আমি- জ্বি স্যার। 

একটা কবিতা বা গান করেন। 

আমি কবিতা করেছিলাম।

আজ সৃষ্টি সুখের উল্লাসে।

তালে করেছি।

আমার আবৃুশেষ হওয়ার সাথে সাথে তারা জিজ্ঞেস করলো আপনি কোন দলে কাজ করতেন।

বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশলঃ গণিত (জ্যামিতি )

আমি উদিচীর সাথে ছিলাম।

বোর্ড - আপনার উচ্চারণ আর বাচনভঙ্গি তে বোঝা যাচ্ছে।খুব সুন্দর আবৃত্তি আপনার।আমাদের সময় কম তাই পুরোটা শুনতে পারলাম না।

আমি- ১৪ লাইন শোনার পর এই কথা( মনে মনে)

তখন তারা বললো আপনার অনার্স এর মূল সার্টিফিকেট নাই কেনো?

 আমি -স্যার হারিয়ে গেছে।জিডি করেছি।

সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষার ভাইভা প্রস্তুতি নির্দেশনা

বোর্ড - ঠিক আছে ১৪/১৫ দিনের মধ্যে এনে আমাদের দেখাবেন আমি ঠিক আছে স্যার।

বোর্ড- আপনি আসুন।

সালাম দিয়ে চলে আসলাম।

বাকিটা আল্লাহর হাতে।

বিসিএস সর্ম্পকে  যানতে BCS

বিভিন্ন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি যানতে আমাদের আছে  Job Circular

বিভিন্ন চাকরি পরিক্ষার ভাইভা অভিজ্ঞতা পড়তে আমাদের আছে  Viva Experience

বিসিএস লিখিত পরিক্ষার প্রস্ততি নিতে আমাদের আছে BCS WRITTEN PREPARATION

পরীক্ষার প্রস্তুতিমূলক বিভিন্ন PDF এবং অন্যান্য বিষয়ে আপডেট  থাকতে আমাদের ফেসবুক গ্রুপে যোগ দিন- fb.com/groups/bcsspecials/

অথবা ফেসবুক পেজে লাইক দিন- fb.com/abcsspecial

ওয়েবসাইট: https://www.abcsspecial.xyz/

Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad

Ads Area