প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের রিয়েল ভাইভা:(২০১৯)
প্রার্থীর নাম : আব্দুর রহিম
আপনার নাম কি?
---আব্দুর রহিম
আব্দুর রহিম অর্থ কি?
---দয়ালুর গোলাম
জীবনানন্দ দাশের একটি কাব্যগ্রন্থের নাম বলুন?
---ধূসর পান্ডুলিপি
আমি আপনাকে খাওয়াই ট্রান্সলেট করুন
---I feed you.
BUETএর ফুল মিনিং কি?
---Bangladesh University of Engineering and Technology
পদ্মা সেতু কোন কোন জেলাকে সংযুক্ত করেছে?
---মাওয়া ও রাজবাড়ী (পরক্ষণে নিজেই বুঝতে পারলাম মাওয়া কোন জেলার নাম নয়, তাই বললাম- স্যরি স্যার, এই মুহুর্তে মনে করতে পারছিনা।)
***উত্তর হবে: মুন্সিগঞ্জ ও শরীয়তপুর।
বাংলাদেশের জাতীয় দিবস গুলোর নাম বলুন।
---বাংলাদেশের জাতীয় দিবস একটি, ২৬ মার্চ।
২৬ মার্চ কে কত সালে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করা হয়?
---১৯৮০ সালে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মায়ের নাম কি?
---সায়েরা খাতুন।
দু'জন শহীদ বুদ্ধিজীবীর নাম বলুন।
---এখানে আমি একটু কৌশলের আশ্রয় নিলাম, ভাইভা বোর্ডে মোট সদস্য ছিলেন তিনজন, প্রশ্নের ধরন ও কথাবার্তা শুনে আমার কাছে তিন সদস্যের মধ্যে দু'জনকে হিন্দু মনে হয়েছিল, তাই প্রথমেই বললাম: শহীদ ড. গোবিন্দ চন্দ্র দেব। তারপরে বললাম: শহীদ ড. শামসুজ্জোহা। উত্তর শুনে সবাইকে খুশি মনে হল।
ট্রান্সলেট করুন: জেলা প্রাথমিক শিক্ষা অফিস।
---District Education Office.
(উত্তর শুনেও নতুন প্রশ্ন না করে স্যার চুপ থাকলেন, আমি বুঝতে পারলাম কোথাও গোলমাল হয়েছে)
Sorry Sir, District Primary Education Office.
স্যার: প্রথম বার ভুল করলেন যে?
---স্যার প্রথমে সম্পূর্ণটা খেয়াল করতে পারিনি।
কতজন বীরশ্রেষ্ঠের বাড়ি খুলনা বিভাগের মধ্যে?
---২ জন।
নাম বলুন।
---মতিউর রহমান (স্যার বিস্ময়ের চোখে তাকিয়ে- মতিউর রহমান?) স্যরি স্যার, হামিদুর রহমান ও নূর মোহাম্মদ শেখ। (বেশি এক্সাইটেড হওয়ার কারণে প্রথমে ভুল করেছিলাম?)
আপনি কোন সাবজেক্টে পড়াশোনা করেছেন?
---সমাজকর্ম।
সমাজকর্ম কি বুঝিয়ে বলুন।
---বললাম।
নাচ, গান ও কবিতা আবৃত্তির মধ্যে আপনি কোনটি করবেন?
---কবিতা আবৃত্তি, আমি নিজে ছড়া-কবিতা লিখি, আমি কি নিজের লেখা কবিতা আবৃত্তি করব স্যার?
(একজন স্যার মাথা নেড়ে সায় দিলেন)
---আমাদের এই দেশ
রাহাত রহিম
আমাদের এই দেশ সবুজ শ্যামল
পুকুর দীঘিতে করে পানি টলমল।
ঝাঁক বেঁধে উড়ে যায় সারি সারি বক
সময়টা কত হলো জানায় মোরগ।
দিগন্তে মিশে যায় নীলাভ আকাশ
নদী তীরে দাপাদাপি করে বালি হাঁস।
গাছে গাছে ডালে ডালে পাখি দেয় উঁকি
মেঠো পথে স্কুলে হেঁটে যায় খুকি।
যামিনীর নিঝঝুম ভাঙ্গে নিশাচর
আমাদের এই দেশ সম্ভাবনার।
****************************
ঠিক আছে আপনি আসুন
---ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম।
বিসিএস সর্ম্পকে যানতে BCS
বিভিন্ন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি যানতে আমাদের আছে Job Circular
বিভিন্ন চাকরি পরিক্ষার ভাইভা অভিজ্ঞতা পড়তে আমাদের আছে Viva Experience
বিসিএস লিখিত পরিক্ষার প্রস্ততি নিতে আমাদের আছে BCS WRITTEN PREPARATION
পরীক্ষার প্রস্তুতিমূলক বিভিন্ন PDF এবং অন্যান্য বিষয়ে আপডেট থাকতে আমাদের ফেসবুক গ্রুপে যোগ দিন- fb.com/groups/bcsspecials/
অথবা ফেসবুক পেজে লাইক দিন- fb.com/abcsspecial
ওয়েবসাইট: https://www.abcsspecial.xyz/