বাংলাদেশ ব্যাংক ভাইভা অভিজ্ঞতা - Bangladesh Bank Viva Experience

Bangladesh Bank Viva Experience

ভাইভা অভিজ্ঞতাঃ সহকারী পরিচালক, বাংলাদেশ ব্যাংক।

বোর্ডঃ আহমেদ জামাল স্যার, ডিজি।

সালাম দিয়ে অনুমতি সাপেক্ষে রুমে প্রবেশ করলাম। নাম জিজ্ঞেস করে নিজেকে ইন্ট্রুডিউস করতে বললেন। 

প্রশ্ন কমন পরায় নিজেকে পরিচিত করতে লাগলাম, যথারীতি মাঝখানে থামিয়ে দেয়া হলো, এলাকা ভিত্তিক কিছু প্রশ্ন ( বিখ্যাত মানুষদের নাম, জেলার নামকরণের ইতিহাস, কি কি পাওয়া যায়) জিজ্ঞেস করলেন। ভালমতো উত্তর দিলাম।

BANK MATH & ENGLISH WRITTEN FACT

এমবিএর সাবজেক্ট ব্যাংকিং এন্ড ইন্সুরেন্স জানার পর চতুর্দিক থেকে প্রশ্নের পর প্রশ্ন আসতে লাগলো। কোনটা ছেড়ে কোনটার উত্তর দিবো বুঝার সুযোগ পাচ্ছিলাম না! জানতে চাইলেন- চেকের অল্টারেশন কেন হয়? 

কয় প্রকারে হয়? চেক এবং পে অর্ডারের মধ্যে কোনটাকে আমি প্রাধান্য দিবো? এলসির প্রকার ভেদ? উদাহরণ দেন! ব্যাংক কি বীমা করে? বীমার সাথে ব্যাংকের সম্পর্ক কি? বাংলাদেশে বীমাপত্র কিভাবে ইস্যু করে?

BCS/ BANK/ JOB এর পড়াশুনা শুরুর আগে যা যা করণীয়

 অফশোর ব্যাংকিং কি? এজেন্ট ব্যাংকিং কেন জনপ্রিয় হচ্ছে? এবং আরো!! মোটামুটি আন্সার করলাম। কমেন্ট আসলো- সাবজেক্টিভ আরো ভালো করে পড়ে আসা উচিত ছিলো।

এখন কোথায় জব করেন? এ প্রশ্নের উত্তরে আমি পূবালী ব্যাংক (যদিও আমি এখন আইবিবিএল এ জব করি, বিজ্ঞজনের পরামর্শ মোতাবেক আগের প্রতিষ্ঠানের নাম বললাম) বলাতে কোন ডিভিশনে কাজ করি জিজ্ঞেস করলেন৷

 শেয়ার ডিভিশন শুনে শেয়ার বাজারের বর্তমান অবস্থা নিয়ে ব্যাপক প্যাচানো শুরু করলেন। শেয়ার বাজারের বিভিন্ন সুচক সম্পর্কে জানতে চাইলেন, বাজার নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের ভুমিকা জানতে চাইলেন। কি উত্তর দিছিলাম মনে নাই!

কোচিং না করে ও খারাপ জিপিএ নিয়েও বিসিএস পাওয়া সম্ভব!

এবার লেবানন, শ্রীলঙ্কা এবং ইউক্রেন - রাশিয়া যুদ্ধ নিয়ে কিছু প্রশ্ন করলেন। যেমন- একটা দেশ কিভাবে দেউলিয়া হয়? যুদ্ধের প্রভাব? এরকম দুই একটা প্রশ্ন। সব প্রশ্নের উত্তর দিতে পারায় এই পার্টটা আমি জিতলাম মনে হয়!

সবশেষে জানতে চাইলেন, মুখে দাড়ি কেন রেখেছি? স্ট্যাইল করে নাকি ইসলাম মেনে? বললাম স্যার ইসলাম মেনেই রেখেছি। ইসলামে তো ব্যাংকের চাকরি করা হারাম, আপনি কেন ব্যাংকে চাকরি করবেন?

 নিজের মতো করে ডিফেন্ড করার চেষ্টা করলাম। সুদের আয়াতগুলো জানেন? বোকার মত সব হুবুহু বলে দিলাম (কিছুদিন আগে ট্রেনিং এ মুখস্থ করেছিলাম)। সব শুনে, শেষে আমাকে ইসলামি ব্যাংকে ট্রাই করার পরামর্শ দিলেন! 

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম ধাপের প্রশ্ন বিশ্লেষণ

আমি কনফিডেন্স নিয়ে বললাম, স্যার আমি বিবির ইসলামি ব্যাংকগুলোর মনিটরিং সেলে কাজ করতে চাই!! স্যার বললেন, আমরা ভেবে দেখবো তবে আপনি ইসলামি ব্যাংকে ভালো করবেন।। সালাম দিয়ে বিদায় নিলাম।

এই ছিলো ভাইভার সারমর্ম। ডিজি স্যারের চেয়ে উনার সংগী সাথীরা ভালো এক্টিভ ছিলেন। প্রায় ৬-৭০০ সেকেন্ড আমাকে নাচিয়ে ছেড়ে দিলেন!

Viva Experience Bangladesh Krishi Bank

(আমার বয়স শেষ হয়েছে ০৬ মাস আগে। এটা আমার জীবনের শেষ ভাইভা। চাকরি হলে "আমি কিভাবে এডি হলাম" শিরোনামে বিশাল একটা লেখা লেখবো!  আর না হলে? কেউ জানবেও না এতটুকু আসার পেছনে আমার গল্পটা কি কষ্টের ছিলো!

সারাদিন চাকরি করে, সংসার সামলিয়ে, দুই বাচ্চাকে ম্যানেজ করে প্রত্যেক দিন একটু একটু করে পড়ালেখা করে যে সংগ্রামের জীবন আমি পাড়ি দিয়েছি তা অন্য অনেকের চেয়েই আলাদা একটা গল্প। সবার নিকট দুআ চাই, চাকরি হোক কিংবা না হোক, আমার বাকী জীবনটা যেন অর্থবহ হয়।)

বিসিএস প্রিলির শেষ সময়ের প্রস্তুতি নির্দেশনা

বিসিএস সর্ম্পকে  যানতে BCS

বিভিন্ন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি যানতে আমাদের আছে  Job Circular

বিভিন্ন চাকরি পরিক্ষার ভাইভা অভিজ্ঞতা পড়তে আমাদের আছে  Viva Experience

বিসিএস লিখিত পরিক্ষার প্রস্ততি নিতে আমাদের আছে BCS WRITTEN PREPARATION

পরীক্ষার প্রস্তুতিমূলক বিভিন্ন PDF এবং অন্যান্য বিষয়ে আপডেট  থাকতে আমাদের ফেসবুক গ্রুপে যোগ দিন- fb.com/groups/bcsspecials/

অথবা ফেসবুক পেজে লাইক দিন- fb.com/abcsspecial

ওয়েবসাইট: https://www.abcsspecial.xyz/

Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad

Ads Area