প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ভাইভা অভিজ্ঞতা ২০১৯

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ভাইভা অভিজ্ঞতাঃ ২০১৯

Dpe

বোর্ড সদস্য ৩ জন।


প্রার্থীর নামঃ #MD_Taukir_Ahammad

ডিসি মহোদয়, জেলা শিক্ষা অফিসার, এবং জেলা অাওয়ামিলীগ সহ সভাপতি।

[ প্রায় সকল প্রশ্ন ডিসি সাহেব নিজেই করেছেন ]

অনুমতি নিয়ে প্রবেশ, সালাম দিয়ে দাঁড়িয়ে থাকলাম, DPEO স্যার কাগজ গুলো নিলেন দাঁড়ানো অবস্থায় তারপর ইশারা করে বসতে বললেন। dpe

সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষার ভাইভা প্রস্তুতি নির্দেশনা

বসার পর ধন্যবাদ দিলমঃ

DPEO SIR: কোথা থেকে পড়ালিখা শেষ করেছেন? অামি বলতে যাবো তখন কাগজ দেখতে দেখেতে তিনি নিজেই বলছেন ও রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে!

পরীক্ষক - 2:- কোন বিষয়ে পড়েছেন?

অামিঃ বললাম

DC Sir: ক্লাস ফাইভের বই দেখিয়ে..... প্রথম যে পেজ পাবে সেটা পড়ো।

অামিঃ অামি পেজ উল্টে সূচিপত্র দেখতে পেলাম সেটা পড়া শুরু করলাম। একটি পর থামতে বললেন।

DC sir: অাচ্ছা ধরুন বাচ্চা কাচ্চা খুব চিল্লাচিল্লি করছে তাদের ঠান্ডা করার জন্য সুন্দর একটা ছড়া বলুন?

অামিঃ অাবৃত্তির ঢঙে। অামাদের ছোট নদী...... কিছুক্ষণ পর থামিয়ে, dpe

DC sir: গান জানো? একটা গান শোনাও তো?

অামিঃ এক নদী রক্ত পেরিয়ে...... [বেশ গলা ছেড়ে গেয়েছি নিজেকে চাঙ্গা করার জন্য]

বিসিএস গণিত প্রস্তুতি নিয়ে যারা টেনশনে আছেন তাদের জন্য কিছু পরামর্শ । 

DC sir : বাহ সুন্দর। ঠিক অাছে বলুন তো মুক্তিযুদ্ধে জানুয়ারী থেকে ডিসেম্বর পর্যন্ত উল্লেখযোগ্য দিবস গুলো সিরিয়ালি বলুন?

[অাসলে উনি পুরো গুরুত্বপূর্ণ ঘটনাগুলো জানার জন্য প্রশ্নটা করেছিলো ]

অামিঃ অামি দিবস বলতে স্বীকৃতি প্রাপ্ত দিন গুলো মনে করে উত্তর দিতে শুরু করলাম।

প্রথমেই ১৬ ডিসেম্বর বলে ফেলেছি!

শিক্ষকতা করেও প্রথম পছন্দে শিক্ষা ক্যাডার নেই কেন?

উনি বলছেন এর অাগে কিছু নেই?। অামি বললাম স্যরি স্যার অাছে।

বললাম ৭ মার্চ... ২৫ মার্চ... ২৬ মার্চ.... ৯ এপ্রিল..... ১০ এপ্রিল..... ১৭ এপ্রিল মুজিবনগর সরকার... ১৪ ডিসেম্বর.. ১৬ ডিসেম্বর

কোচিং না করে ও খারাপ জিপিএ নিয়েও বিসিএস পাওয়া সম্ভব!

DC sir: ১০ এপ্রিল ও ১৭ এপ্রিল কেন উল্লেখযোগ্য?

অামিঃ মুজিবনগর সরকার গঠন ও শপথ

DC sir : ২৫ মার্চ কি?

অামিঃ কালো রাত্রি

DC sir : না অার কি বলা হয়?

অামিঃ অামি বুঝতে পারছিলামনা মূলত সে কি জানতে চাচ্ছে। বললাম অপারেশন সার্চ লাইট। বললো ঠিক অাছে

DC sir: এটি কি কোন দিবস?

অামিঃ জ্বি স্যার। গণহত্যা দিবস।

DC sir : হ্যা এটা কিন্তু সংসদে অনুমোদিত হয়েছে।

অামিঃ জ্বি স্যার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম ধাপের প্রশ্ন বিশ্লেষণ

DC sir: উনি গুরুত্বপূর্ণ দিবস গুলোর মধ্যে ১৭ মার্চ বঙ্গবন্ধু র জন্মদিন ও ১৫ অাগস্ট শোক দিবস এই উত্তর গুলো ও অাসা করছিলো পরে তার কথায় বুঝলাম। কিন্তু তিনি তো প্রশ্ন তস করেননি প্রথমে। উনি বলছেন ১৭ মার্চ ১৫ অাগস্ট এগুলো কি বললেন না কেন?

Viva Experience Bangladesh Krishi Bank

অামিঃ তার কথার প্রটেস্ট না করে বললাম স্যার ১৫ অাগস্ট শোক দিবস। ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন।

DC Sir: বললো ঠিক অাছে! ১৭ মার্চ অার কি জন্য উল্লেখযোগ্য?

অামিঃ স্যার জাতীয় শিশু দিবস।

বিসিএস প্রিলির শেষ সময়ের প্রস্তুতি নির্দেশনা

DC Sir: তুমি ভালো পারো জানোও ভালো কিন্তু অারো প্রাকটিস করে অাসতে হতো। ঠিক আছে ধন্যবাদ তুমি আসতে পারো এখন। অামি সবাইকে ধন্যবাদ দিয়ে দুইধাপ পেছনে এসে ঘুরে চলে অাসলাম।

সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষার ভাইভা প্রস্তুতি নির্দেশনা

বিসিএস সর্ম্পকে  যানতে BCS

বিভিন্ন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি যানতে আমাদের আছে  Job Circular

বিভিন্ন চাকরি পরিক্ষার ভাইভা অভিজ্ঞতা পড়তে আমাদের আছে  Viva Experience

বিসিএস লিখিত পরিক্ষার প্রস্ততি নিতে আমাদের আছে BCS WRITTEN PREPARATION


পরীক্ষার প্রস্তুতিমূলক বিভিন্ন PDF এবং অন্যান্য বিষয়ে আপডেট  থাকতে আমাদের ফেসবুক গ্রুপে যোগ দিন- fb.com/groups/bcsspecials/

অথবা ফেসবুক পেজে লাইক দিন- fb.com/abcsspecial

ওয়েবসাইট: https://www.abcsspecial.xyz/

  

Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad

Ads Area