যেভাবে সহকারি বিচারকের চাকরি পেলাম
আলহামদুলিল্লাহ, অবশেষে একটা ক্লান্তিকর যাত্রার শেষ হলো। আমার জীবনে জব পাওয়ার আগে কোনো ব্যর্থতা ছিল না ।
ক্লাস ফাইভে বৃত্তি পেয়ে সফলতার শুরু তারপর যেমন চেয়েছি তেমন রেজাল্ট হয়েছে।
ইচ্ছা ছিল ঢাবি/ রাবি এর আইন বিভাগে পড়ার । ভর্তি পরীক্ষায় ঢাবিতে বাংলা বিভাগ পাওয়ার পর রাবিতে আইন বিভাগের ভর্তি হলাম । শুধু ঢাবি, রাবি, জবি এবং জাবি তে ভর্তি পরীক্ষা দিয়েছিলাম ।
৪৪ বিসিএস প্রিলির শেষ সময়ের প্রস্তুতি নির্দেশনা
ছোটবেলা থেকেই আমি এতটায় আত্মবিশ্বাসী ছিলাম যে ভর্তি পরীক্ষায় সব গুলোতে মেরিটে প্রথমে ছিলাম ।
সেই আমি চাকরির পরীক্ষায় বারবার ব্যর্থ হচ্ছিলাম । নিজেকে মেনে নিতে পারছিলাম না। জীবনের কঠিন মুহূর্ত পার করতেছিলাম । আমার স্বপ্ন ভাঙ্গার ব্যর্থতায় পাগল হয়ে গিয়েছিলাম ।
জুডিসিয়ারি ( সহকারি জজ ) আমার স্বপ্ন ছিল। আমি আমার সর্বোচ্চ দিয়ে , সব কিছু বাদ দিয়ে প্রস্তুতি নেয়া শুরু করেছিলাম । কিন্তু বার বার ব্যর্থ। তাই স্বপ্নকে বাস্তবায়িত করতে আমি আমার সব কিছু বাদ দিয়েছিলাম ।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম ধাপের প্রশ্ন বিশ্লেষণ
সামাজিক সকল অনুষ্ঠান/ বন্ধু-বান্ধব/সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নিজেকে আলাদা করে নিয়েছিলাম । কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না । দম বন্ধ করা কষ্ট লাগত। ব্যর্থতা কি আমি তা জানতাম না। তাই মরণ পণ প্রতীজ্ঞা করে পড়তে শুরু করলাম আবার ।
BANK MATH & ENGLISH WRITTEN FACT
আমার একটা বিষয় ছিল যে আমি নিয়মিত পড়তাম আর সেটা ৩০ মিনিট হলেও । অনার্স পরীক্ষা দেওয়ার পর শুরু , প্রায় ৪-৫ বছর এর জুডিশিয়ারি(সাব জাজ) প্রস্তুতিতে কম দিনই গিয়েছে যেদিন আমি পড়িনি ।
আমি ঘুম কাতুরে তাই রাত জেগে পড়তে পারি না। কিন্তু ভোরে উঠে পড়তাম । আমি চেষ্টা করতাম রেগুলারিটি মেইনটেইন করতে । করোনার মধ্যে একটা জিনিস বুঝলাম যে কোনো কিছুই আসলে জীবন না ।
বিসিএস গণিত প্রস্তুতি নিয়ে যারা টেনশনে আছেন তাদের জন্য কিছু পরামর্শ ।
স্বপ্ন না পূরণ হলেও এই পৃথিবীতে বেঁচে থাকা যায় । ব্রেনের উপর চাপ কমানোর জন্য মেডিটেশন করতাম। অবশেষে ২০২১ সালে থেকে এ্যাডভোকেট হলাম ।
BCS/ BANK/ JOB এর পড়াশুনা শুরুর আগে যা যা করণীয়
৪১, ও ৪৩ বিসিএস প্রিলিতে টিকলাম ৪১তম বিসিএস লিখিত দিলাম , ছোট বড় সকল সরকারি চাকরির পরীক্ষা যেমন: অডিটরে টিকলাম , ব্যাংকের নিয়োগ পরীক্ষাগুলোতে টেকা শুরু করলাম ।
অবশেষে ২০২২ এ এসে সহকারি জজ এ সুপারিশ প্রাপ্ত হলাম ।
পরামর্শ দেওয়ার মতো আমি খুব বেশি অভিজ্ঞ নই , যদি আমার জার্নিটা কারো কাজে লাগে তাই শেয়ার করলাম ।
কোচিং না করে ও খারাপ জিপিএ নিয়েও বিসিএস পাওয়া সম্ভব!
আমি আমার ভর্তি পরীক্ষার কথা উল্লেখ করার কারণ হলো এই অভার কনফিডেন্স আমাকে অনেক ভুগিয়েছে।
আত্মবিশ্বাসী না হয়ে নিয়মিত পড়ুন । সবশেষে একটা কথাই বলব তাহল – যারা চেষ্টা করে আল্লাহ তাদের নিরাশ করেন না; তাই লেগে থাকুন । তিনি উত্তম বিচারক।
রীমা নাসরিন
সহকারি জাজ ( সুপারিশ প্রাপ্ত )
মেরিট -২২
বিসিএস সর্ম্পকে যানতে BCS
বিভিন্ন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি যানতে আমাদের আছে Job Circular
বিভিন্ন চাকরি পরিক্ষার ভাইভা অভিজ্ঞতা পড়তে আমাদের আছে Viva Experience
বিসিএস লিখিত পরিক্ষার প্রস্ততি নিতে আমাদের আছে BCS WRITTEN PREPARATION
পরীক্ষার প্রস্তুতিমূলক বিভিন্ন PDF এবং অন্যান্য বিষয়ে আপডেট থাকতে আমাদের ফেসবুক গ্রুপে যোগ দিন- fb.com/groups/bcsspecials/
অথবা ফেসবুক পেজে লাইক দিন- fb.com/abcsspecial
ওয়েবসাইট: https://www.abcsspecial.xyz/