BCS লিখিত পরীক্ষার প্রস্তুতি গ্রহণকারীদের উদ্দেশ্যে কীভাবে ভালো করবেন, কোথা থেকে প্রস্তুতি নিবেন
পরীক্ষা যেমনই হোক, টার্গেট যদি থাকে সফল হওয়ার তাহলে আপনাকে অবশ্যই ইংরেজিতে মানসম্মত দক্ষতার পরিচয় দিতে হবে।
লিখিত সিলেবাসের ইংরেজি অংশের সিংহভাগই তারাই ভালো করতে পারবেন- যারা ফ্রি হ্যান্ড রাইটিং এ ভালো। ভালো মানে- অনেক ভালো। নির্দিষ্ট একটা টপিক দিলে ১০/১৫ পৃষ্ঠা অনায়াসেই লিখতে পারেন।
BANK MATH & ENGLISH WRITTEN FACT
কীভাবে ভালো করবেন
প্রতিদিন বিষয়ভিত্তিক ভোকাবুলারি আয়ত্ত করতে হবে; শুধু ভোকাবুলারি পড়লে মনে থাকে কম, সেজন্য যেকোনো একটি গুরুত্বপূর্ণ ইংরেজি কলাম বাছাই করা যেতে পারে।
আপনার দক্ষতার ওপর নির্ভর করে প্রতিদিন ইংরেজিতে সময় দিতে হবে; কেউ যদি ১ ঘণ্টায় বড় একটি কলাম আয়ত্ত করতে পারে, এবং পড়া শেষে নিজের মত করে ঐ বিষয়ের ওপর Summary লিখতে পারে, তাহলে তারজন্য সেটাই যথেষ্ট; প্রয়োজনে সময় বাড়াতে পারেন।
বিসিএস গণিত প্রস্তুতি নিয়ে যারা টেনশনে আছেন তাদের জন্য কিছু পরামর্শ ।
রুটিন করে বিষয়ভিত্তিক কলাম অনুবাদ করার চেষ্টা করতে হবে+চর্চা করতে হবে। এক্ষেত্রে এই গ্রুপে প্রতিদিনি ডেইলি স্টার থেকে একটি এডিটোরিয়াল পোস্ট করা হয়, পড়তে পারেন।
নির্দিষ্ট টপিকের ওপর মানসম্মত লেখার অভ্যাস গড়ে তুলতে নিয়মিত লিখতে হবে।
প্রতিদিন পড়তে হবে; মনে রাখবেন- আপনাকে টপকিয়ে আরেকজন এগিয়ে যাওয়ার জন্যই বাংলাদেশের কোন প্রান্তে বসে পড়াশুনা করে যাচ্ছে কেউ না কেউ।
BCS/ BANK/ JOB এর পড়াশুনা শুরুর আগে যা যা করণীয়
কোথা থেকে প্রস্তুতি নিবেন
প্রথমত নিয়মিত ইংরেজি পত্রিকা পড়ুন; পত্রিকার সম্পাদকীয় (Editorial/sub-editorial/Column) অংশ পড়ুন। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচিত টপিক থাকে।
যে পত্রিকাগুলোর কলাম গুরুত্ব দিতে পারেন- ইংরেজির জন্য- 1. The Daily StarThe Daily Star; 2. The Business Standard; 3. The Daily Observer 4. Project Syndicate (বেশি দক্ষতা বাড়াতে)। তবে ডেইলি স্টার অবশ্যই পড়ুন।
কোচিং না করে ও খারাপ জিপিএ নিয়েও বিসিএস পাওয়া সম্ভব!
পত্রিকা থেকে কেন প্রস্তুতি নিবেন
যার মধ্যে তথ্য আছে, তিনি তথ্য দিতে পারেন; লেখাটা তথ্যবহুল হয়; একই কথা বারবার আসেনা; লেখার মাঝে আলাদা একটা সাবলীলতা পরিলক্ষিত হয়। আর তথ্য পাওয়ার একমাত্র সূতিকাগার পত্রিকা।
অনুবাদের জন্য কোন বই দরকার
প্রতিমাসে আমাদের সম্পাদনায় "মাসিক এডিটোরিয়াল নিউজ" বের হয়; দেখতে পারেন দাম মাত্র ৩০/-; অথবা আপনার পছন্দসই বাজারের যেকোনো একটি অনুবাদ বিষয়ক মাসিক পত্রিকা।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম ধাপের প্রশ্ন বিশ্লেষণ
বিগত সালের প্রশ্নগুলির ধারণা পেতে বাজারের যেকোনো বই দেখতে পারেন- তবে Translation for Competitive Exams বইয়ে ৭৫০টি জবের লিখিত পরীক্ষার প্রশ্ন আছে;
সেগুলি সমাধান করতে পারেন, পরীক্ষায় কোন ধরণের প্রশ্ন আসে ধারণা পাওয়া যাবে আশা করি। পাশাপাশি এ বইয়ে বিষয়ভিত্তিক Vocabulary/Collocation দেয়া আছে; সেগুলি ফ্রি হ্যান্ড রাইটিংএ কাজে দিবে।
বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশলঃ গণিত (জ্যামিতি )
সর্বোপরি, নিয়মিত পত্রিকা পড়ার অভ্যাস করার অনুরোধ করছি; নির্দিষ্ট টপিকের ওপর প্রতিদিন কিছুনা কিছু লেখার জন্য চেষ্টা করবেন আশাকরি। প্রত্যাশা করি, গ্রুপের মধ্য থেকে বড় একটি সংখ্যক লিখিত পরীক্ষার্থী সফল হবেন।
সৌজন্যেঃ Md Mohiuddin
Writer: Translation for Competitive Exams.
Editor: মাসিক এডিটোরিয়াল নিউজ
বিসিএস সর্ম্পকে যানতে BCS
বিভিন্ন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি যানতে আমাদের আছে Job Circular
বিভিন্ন চাকরি পরিক্ষার ভাইভা অভিজ্ঞতা পড়তে আমাদের আছে Viva Experience
বিসিএস লিখিত পরিক্ষার প্রস্ততি নিতে আমাদের আছে BCS WRITTEN PREPARATION
পরীক্ষার প্রস্তুতিমূলক বিভিন্ন PDF এবং অন্যান্য বিষয়ে আপডেট থাকতে আমাদের ফেসবুক গ্রুপে যোগ দিন- fb.com/groups/bcsspecials/
অথবা ফেসবুক পেজে লাইক দিন- fb.com/abcsspecial
ওয়েবসাইট: https://www.abcsspecial.xyz/