৪৪ বিসিএস প্রিলির শেষ সময়ের প্রস্তুতি নির্দেশনা

 ৪৪ বিসিএস প্রিলির শেষ সময়ের প্রস্তুতি নির্দেশনা  

44th-bcs-preliminary-preparation

ঈদ শেষ। আগামী বছর আবার আসবে খুশির ঈদ। বিসিএস পরীক্ষাও প্রতি বছর আসবে। আমি পরীক্ষার ২০/২২ দিন যা যা করতাম তাই আপনাদের সাথে শেয়ার করছি। 

Viva Experience Bangladesh Krishi Bank

আমি মনে করি বিসিএস এর প্রিলিই পরীক্ষা। রিটেনে কিছু কৌশল অবলম্বন করলে অবশ্যই পাস করা যায়। (রিটেন পাস করা সহজ, তবে ক্যাডার পেতে হলে কিছু এক্সট্রা পরিশ্রম করতে হয়।) প্রিলিতে ৪ লাখ পরীক্ষার্থী থাকে। টিকে মাত্র ১৫/২০ হাজার। এক ধাক্কায় ৩ লাখ ৮০ হাজার বাদ। সেটা মাথায় রেখেই আগামী ২০/২২ দিনের পরিকল্পনা করতে হবে। 

বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশলঃ গণিত (জ্যামিতি )

সামনে ৪১ ভাইবা, ৪৩ রিটেন সব মাথা থেকে ঝেড়ে ফেলুন। এখন সামনে একটাই পরীক্ষা ৪৪ প্রিলি। 


১. এখন তো প্রিলির ডেট অনেক আগেই জানা যায়। আগে প্রিলির ডেট দিলেই আমি ফেসবুক ডিএকটিভ করে দিতাম। আমি ফেসবুক থেকে কিছু পড়তে পারি না। তবে অনেকেই পারে। (আমি ফেসবুক ব্যবহার করি শুধুই বিনোদনের জন্য।) 

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম ধাপের প্রশ্ন বিশ্লেষণ

২. আর নতুন কোন পড়া নয়। যে কয়েকদিন সময় আছে শুধু রিভিশন, রিভিশন আর রিভিশন। (আমি সকালে বাংলা, দুপুরে ইংরেজি, বিকালে ম্যাথ, সন্ধ্যায় বিজ্ঞান রাতে আন্তর্জাতিক এই ভাবে পড়তে পারিনা। আমি যখন পড়তাম ২০/২২ দিন আগে থেকে প্রতি সাবজেক্ট এর জন্য হিসেব করে দুই থেকে তিন দিন নির্দিষ্ট করে রাখতাম। পরীক্ষার আগের দিন রাতে শুধু ম্যাথের সূত্রগুলো দেখতাম।) একেক জনের পড়ার কৌশল একেক রকম। যে যেভাবে পড়ে মজা পান সে সেভাবেই পড়বেন। অন্য কারো কৌশল ফলো করার প্রয়োজন নেই। 


৩. পরীক্ষার আগের রাতে ১০/১০.৩০ পর্যন্ত পড়া। তারপর ঘুম। (যদিও পরীক্ষার আগের রাতে আমার কখনই ঘুম আসত না। শুধু শুয়ে থাকতাম।) ঘুম না আসলেও আর পড়ার দরকার নাই। 

কোচিং না করে ও খারাপ জিপিএ নিয়েও বিসিএস পাওয়া সম্ভব!

৪. পরীক্ষার দিন সকালে যদি মন চায় বাজেট, অর্থনৈতিক সমীক্ষা থেকে সংখ্যাতত্ত্ব দু/একটা প্রশ্ন রিভিশন দেয়া। 


৫. বিসিএস একটা পরীক্ষা। উত্তেজনা কন্ট্রোল করতে হবে। সবার বিসিএস হবে না, এটা সত্য। তবে পরিশ্রম বৃথা যাবে না, এটাও সত্য। 

শিক্ষকতা করেও প্রথম পছন্দে শিক্ষা ক্যাডার নেই কেন?

সবার জন্য শুভ কামনা। 


তারেক রহমান।


১. বিসিএস প্রশাসন (মেধাক্রম: ৪র্থ) ৪০ বিসিএস। 

BCS/ BANK/ JOB এর পড়াশুনা শুরুর আগে যা যা করণীয়

২. বিবি অফিসার (জেনারেল)'১৯ এপ্রিল ২০১৯- আগস্ট ২০২০


৩. সহকারী পরিচালক, প্রতিরক্ষা মন্ত্রণালয়

আগস্ট ২০২০- বর্তমান। 


৪. সহকারী পরিচালক

দুর্নীতি দমন কমিশন (ভেরিফিকেশন সমাপ্ত) 


৫. বিসিএস সাধারন শিক্ষা

৩৭ বিসিএস (ব্যক্তিগত কারণে যোগদান করা হয়নি।) 


আমার চাকরির ফিরিস্তি দিলাম কারণ আমি একটা স্ট্র্যাটেজি ফলো করেই উক্ত চাকরিগুলো পেয়েছিলাম। 

বিসিএস গণিত প্রস্তুতি নিয়ে যারা টেনশনে আছেন তাদের জন্য কিছু পরামর্শ ।

আপনাদের আগামী দিনের জন্য আবারও শুভ কামনা।


বিসিএস সর্ম্পকে  যানতে BCS

বিভিন্ন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি যানতে আমাদের আছে  Job Circular

বিভিন্ন চাকরি পরিক্ষার ভাইভা অভিজ্ঞতা পড়তে আমাদের আছে  Viva Experience

বিসিএস লিখিত পরিক্ষার প্রস্ততি নিতে আমাদের আছে BCS WRITTEN PREPARATION


পরীক্ষার প্রস্তুতিমূলক বিভিন্ন PDF এবং অন্যান্য বিষয়ে আপডেট  থাকতে আমাদের ফেসবুক গ্রুপে যোগ দিন- fb.com/groups/bcsspecials/

অথবা ফেসবুক পেজে লাইক দিন- fb.com/abcsspecial

ওয়েবসাইট: https://www.abcsspecial.xyz/

Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad

Ads Area