40th BCS Viva Experience

 সফল ভাইভা অভিজ্ঞতা

40th-bcs-viva-experience

40th BCS Viva Experience

৪০তম বিসিএস এ প্রশাসন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত জনাব রাকেশ ঘোষের ভাইভা অভিজ্ঞতা ।

কোচিং না করে ও খারাপ জিপিএ নিয়েও বিসিএস পাওয়া সম্ভব!

বোর্ডঃ…… স্যার

সিরিয়ালঃ ১৪তম ১৭ জনের মধ্যে। সময় ১২-১৫ মিনিট ।

চেয়ারম্যান স্যারঃ কোন বিষয়ে পড়াশোনা করেছো ? কোথায় পড়াশোনা করেছো ?

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম ধাপের প্রশ্ন বিশ্লেষণ

আমিঃ উত্তর করলাম।

চেয়ারম্যান স্যারঃ বিবিএ তে হিসাব বিজ্ঞান ছাড়া আর কি কি বিষয় পড়েছো ?

আমিঃ টেকনিক্যালি উত্তর করলাম, Management, Finance, Marketing । অন্য কোর্স গুলো বললে সেখান থেকে প্রশ্ন করলে বিপদ ।

চেয়ারম্যান স্যারঃ তাহলে একাউন্টিং থেকে প্রশ্ন না করে অন্য গুলো থেকে প্রশ্ন করি। ম্যানেজার ও লিডার এর মধ্যে পার্থক্য বলেন ?

সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষার ভাইভা প্রস্তুতি নির্দেশনা

আমিঃ উত্তর করলাম।

চেয়ারম্যান স্যারঃ ম্যানেজার ও লিডার এর মধ্যে আপনি কাকে Prefer করেন এবং কেন ?

আমিঃ উত্তর করলাম লিডার।

চেয়ারম্যান স্যারঃ মার্কেট কি ? আন্তর্জাতিক মার্কেট কি ? মার্কেটিং কি ?

আমিঃ উত্তর করলাম।

বিসিএস প্রিলির শেষ সময়ের প্রস্তুতি নির্দেশনা

চেয়ারম্যান স্যারঃ Total Quality Management (TQM) কি ?

আমিঃ উত্তর করলাম।

চেয়ারম্যান স্যারঃ Maslow Theory, X/ Y Theory বিস্তারিত বলেন ?

আমিঃ উত্তর করলাম।

বিসিএস লিখিত প্রস্তুতি

চেয়ারম্যান স্যারঃ Capital Budgeting বলতে কি বুঝেন ? কেন Capital Budgeting ব্যবহার করা হয়?

আমিঃ উত্তর করলাম।

চেয়ারম্যান স্যারঃ IRR, NPV সম্পর্কে বলেন ?

আমিঃ উত্তর করলাম।

চেয়ারম্যান স্যারঃ আমি আর ওরে জিগ্যেস না করি। আরেকজন স্যারের প্রশ্ন শুরু করা হল।

Viva Experience Bangladesh Krishi Bank

স্যার (External): বাড়ি কোথায় ? তোমাদের এলাকায় মুক্তিযুদ্ধের শহিদের একটা গনকবর আছে। কোথায় ?

আমিঃ উত্তর করলাম।

স্যার (External): গনকবর কে আবিষ্কার করেছে ?

আমিঃ পারিনি ।

স্যার (External): আখউড়া স্থলবন্দর সম্পর্কে জিজ্ঞেস করল, ভারতের কোন রাজ্য সাথে সংযুক্ত ? রাজ্যের রাজধানী কোনটা? আমাদের বাড়ি কত কিলো দূরত্ব ? তোমার জেলার চার দিকে কোন কোন জেলা অবস্থিত ? বাংলাদেশের চার দিকে কোন কোন দেশের অবস্থান আছে বল 

আমিঃ উত্তর করলাম।

স্যার (External): আখউড়া থেকে চট্টগ্রাম যেতে কত গুলো রেল স্টেশন পরে? সিরিয়ালি নাম বল ?

আমিঃ উত্তর করলাম কিন্তু সব স্টেশনের নাম বলতে পারিনি, স্যার বলল সমস্যা নাই।

স্যার (External): কোথায় জব করছো ?

BANK MATH & ENGLISH WRITTEN FACT

আমিঃ সাধারন বীমা কর্পোরেশনে সহকারী ব্যবস্থাপক পদে আছি বলাতে বলল বাহ ক্লাস ওয়ান জব করছ। এবার অন্য স্যারকে জিজ্ঞেস করতে বলল।

স্যার (External-2): মানি মার্কেট এবং ক্যাপিটাল মার্কেট কি? উদাহরণ বল ?

আমিঃ ভাল ভাবে উত্তর করলাম।

BCS/ BANK/ JOB এর পড়াশুনা শুরুর আগে যা যা করণীয়

স্যার (External-2): মানি মার্কেট এবং ক্যাপিটাল মার্কেট এর নিয়ন্ত্রক কে ?

আমিঃ ভাল ভাবেই উত্তর করলাম।

স্যার (External-2): ব্যাংক রেট কি? কল মানি কি? চাহিবা মাত্র গ্রাহককে টাকা ফেরত দেয়া কেন প্রয়োজন?

আমিঃ আমার উত্তরে উনারা অনেক খুশি হল।

স্যার (External-2): ফিসকাল পলিসি এবং মানিটারি পলিসি বলতে কি বুঝো? কোনটা কি কাজে লাগে?

আমিঃ ভাল ভাবেই উত্তর করলাম।

বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশলঃ গণিত (জ্যামিতি )

(এখানে বলে রাখি ব্যাংক জবের প্রস্তুতির জন্য এসব খুব ভাল ভাবে জানা ছিল। )

স্যার (External-2): আচ্ছা বাবা, তোমার জন্য এই টুকুই তুমি আসতে পারে।

আমিঃ সালাম দিয়ে রুম থেকে বের হয়ে আসলাম।

 বিসিএস সর্ম্পকে  যানতে BCS

বিভিন্ন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি যানতে আমাদের আছে  Job Circular

বিভিন্ন চাকরি পরিক্ষার ভাইভা অভিজ্ঞতা পড়তে আমাদের আছে  Viva Experience

বিসিএস লিখিত পরিক্ষার প্রস্ততি নিতে আমাদের আছে BCS WRITTEN PREPARATION

পরীক্ষার প্রস্তুতিমূলক বিভিন্ন PDF এবং অন্যান্য বিষয়ে আপডেট  থাকতে আমাদের ফেসবুক গ্রুপে যোগ দিন- fb.com/groups/bcsspecials/

অথবা ফেসবুক পেজে লাইক দিন- fb.com/abcsspecial

ওয়েবসাইট: https://www.abcsspecial.xyz/

Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad

Ads Area