সফল ভাইভা অভিজ্ঞতা: ৩৮ তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা
মোঃ জাকির হোসেন, পদার্থবিজ্ঞান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
বোর্ডঃ কামাল উদ্দিন আহমেদ স্যার
সিরিয়ালঃ৫/১২
সালাম দিয়ে প্রবেশের পর বসতে বললেন
BANK MATH & ENGLISH WRITTEN FACT
চেয়ারম্যান স্যারঃ জাকির হোসেন?
-জি স্যারস্যারঃকোন বিষয়ে পড়াশোনা করেছেন?
-পদার্থবিজ্ঞানে স্যারকোন বিশ্ববিদ্যালয়?
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্যার
বিসিএস গণিত প্রস্তুতি নিয়ে যারা টেনশনে আছেন তাদের জন্য কিছু পরামর্শ ।
স্যারঃ আজ দেখি সব জাহাঙ্গীরনগরের(আমিসহ চারজন ছিলাম)
Gravity সিনেমা দেখেছেন?-না স্যার (সেই প্রথম বর্ষে দেখেছিলাম, তেমন কিছুই মনে নেই। দেখেছি বললে থিম বুঝাতে বললে তো বিপদে পড়তাম তাই পাশ কাটিয়েছি )
স্যার নাস্তা খাওয়ায় ব্যস্ত হলেন এক্সটারনাল ম্যামের কাছে ছেড়ে দিয়ে
ম্যামঃ প্রথম পছন্দ প্রশাসন তো যাই হোক সব জানতে হবে।
ইউরোপে দুইটা মুসলিম সম্প্রদায় প্রায় ৬০০ বছর ইউরোপ শাসন করেছেন,কারা?
-সরি স্যার।জানা নেই
ম্যামঃ ওকে।
What's your favourite hobby?
-Watching sports on tv😋
ম্যামঃবই পড় না?
-জি পড়ি
ম্যামঃকি বই পড়?
-কিছু উপন্যাস পড়া হয়েছে।
ম্যামঃএকটার নাম বলো
-পুতুল নাচের ইতিকথা
ম্যামঃবাহ ভালো বই
ইংরেজি সাহিত্যের কোনো উপন্যাস পড়েছো?
-অনুবাদ পড়া হয়েছে
নাম?
জর্জ অরওয়েলের এনিমেল ফার্ম।
বিসিএস লিখিত প্রস্তুতি
-মুক্তিযুদ্ধ বিষয়ক বিদেশি লেখকের কোনো বই পড়েছেন?এন্তনি মাসকারেনহাসের দুইটা বই পড়া হয়েছে।
ম্যাম আর কোনো প্রশ্ন না করে আমার পিছনে থাকা টিভিতে মনোযোগ দিলেন
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম ধাপের প্রশ্ন বিশ্লেষণ
চেয়ারম্যান স্যারঃ Hemlet থেকে একটা কোটেশন ধরে এটা কার লেখা?(ইংলিশে)
-শেক্সপিয়ারেরকোন নাটকের?
কে কাকে উদ্দেশ্য করে বলেছে?
পড়েছেন নাটকটা?
-জি না স্যার।
২য় এক্সটার্নালঃ E=mc^2 সূত্র ব্যবহার করে কিভাবে,কি পরিমাণ শক্তি পাওয়া যায় বুঝিয়ে দেন।
বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশলঃ গণিত (জ্যামিতি )
আমরা আপনাকে প্রশাসনে কেনো নিব?
প্রশাসনের সর্বোচ্চ পদ কি?
তার কাজ কি?
বঙ্গভঙ্গ ও তা রদের কারণ?
৪৭' এর দেশভাগ কিসের ভিত্তিতে হয়,মূলকথাটা বলেন।
চেয়ারম্যান স্যারঃ ডিজিটাল সাইন কি?
গুছাতে পারছিলাম না,আমতা আমতা করা হয়ে গেছে(সরি বলা উচিত ছিল)
অনুবাদ করেনঃ যে জন দিবসে মনের হরসে জ্বালায় মোমের বাতি😑
কাগজ এগিয়ে দিয়ে লিখতে বলেছিলেন।
Viva Experience Bangladesh Krishi Bank
NOC দেখতে দেখতে কোথায় চাকুরি করেন?
-বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে অফিসার হিসেবেআর কোনো ব্যাংকে চেষ্টা করেছেন?
-স্যার সমন্বিত ৮ ব্যাংকের নিয়োগে জনতা ব্যাংকে সুপারিশপ্রাপ্ত।পাশ তো করেছেন মনে হচ্ছে সম্প্রতি এর মধ্যেই?
-স্যার আমার স্নাতকের সেশন ২০১১-১২।
আচ্ছা ঠিক আছে আপনি আসুন
ফলাফলঃ শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত
মেধাক্রমঃ৩য়
বিঃ দ্রঃ ম্যাম আপনি নাকি তুমি করে বলেছিলেন মনে পড়ছে না।
৩জনই অনেক আন্তরিক ছিলেন।সহজ কিছু প্রশ্নে কম কথায় উত্তর না করতে পারলেও বিরক্ত হোন নাই।
বিসিএস সর্ম্পকে যানতে BCS
বিভিন্ন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি যানতে আমাদের আছে Job Circular
বিভিন্ন চাকরি পরিক্ষার ভাইভা অভিজ্ঞতা পড়তে আমাদের আছে Viva Experience
বিসিএস লিখিত পরিক্ষার প্রস্ততি নিতে আমাদের আছে BCS WRITTEN PREPARATION
পরীক্ষার প্রস্তুতিমূলক বিভিন্ন PDF এবং অন্যান্য বিষয়ে আপডেট থাকতে আমাদের ফেসবুক গ্রুপে যোগ দিন- fb.com/groups/bcsspecials/
অথবা ফেসবুক পেজে লাইক দিন- fb.com/abcsspecial
ওয়েবসাইট: https://www.abcsspecial.xyz/