শিক্ষকতা করেও প্রথম পছন্দে শিক্ষা ক্যাডার নেই কেন?
মো. রেজাউল হক,শিক্ষা ক্যাডার (সুপারিশপ্রাপ্ত),৪০তম বিসিএস
রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ফলিত গণিত বিভাগ থেকে অনার্স-মাস্টার্স করেছি। ভাইভা হয়েছিল ২০২১ সালের ১৪ নভেম্বর। ভাইভা বোর্ডে প্রশ্নের ধরনে বৈচিত্র্য ছিল। সাধারণ বিষয়ের বাইরে কিছু বিষয়ভিত্তিক প্রশ্নও ছিল। তিন সদস্যের ভাইভা বোর্ডের ব্যাপ্তি ছিল ১৮ থেকে ২০ মিনিটের মতো
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম ধাপের প্রশ্ন বিশ্লেষণ
অনুমতি নিয়ে ভেতরে গিয়ে সালাম দিলে চেয়ারম্যান স্যার বসতে বললেন। ‘ধন্যবাদ’ দিয়ে বসলাম।
চেয়ারম্যান : বর্তমানে কী করছ?
আমি : আমি বর্তমানে ৩৮তম বিসিএস নন-ক্যাডার থেকে কারিগরি শিক্ষা অধিদপ্তরে ইনস্ট্রাক্টর হিসেবে কর্মরত।
চেয়ারম্যান : আচ্ছা। এর আগেও বিসিএসের ভাইভা দিয়েছ?
আমি : জি স্যার, আমি এর আগে ৩৭তম বিসিএস নন-ক্যাডার থেকে বস্ত্র অধিদপ্তরে দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলাম।
চেয়ারম্যান : কী মনে হয়? কেন আগে দুইবার ভাইভা দিয়েও ক্যাডার পদ পাওনি? ঠিক কোথায় দুর্বলতা ছিল?
আমি : স্যার, আমি গণিতের শিক্ষার্থী ছিলাম। এ জন্য লিখিত পরীক্ষায় আন্তর্জাতিক বিষয়ে ভালো নম্বর পাওয়া আমার জন্য কঠিন ছিল। তাই লিখিত পরীক্ষায় আমার নম্বর কম ছিল।
চেয়ারম্যান : এবার কেমন হয়েছে? কত নম্বর পাবে বলে মনে করছ?
আমি : স্যার, এবার আমি সর্বোচ্চ চেষ্টা করেছি এবং আগের চেয়ে ভালো পরীক্ষা হয়েছে। আশা করি, নম্বর ৫৭০ থেকে ৫৮০-র মধ্যে থাকবে।
চেয়ারম্যান : ক্যাডার চয়েসগুলো বলো।
BCS/ BANK/ JOB এর পড়াশুনা শুরুর আগে যা যা করণীয়
আমি : বিসিএস (প্রশাসন), বিসিএস (পুলিশ), বিসিএস (শুল্ক ও আবগারি), বিসিএস (কর), বিসিএস (সাধারণ শিক্ষা) প্রভৃতি।
চেয়ারম্যান : বর্তমানে তো শিক্ষকতা পেশায়! শিক্ষকতা করেও প্রথম পছন্দে শিক্ষা ক্যাডার নেই কেন?
আমি : স্যার, মাঠ প্রশাসনে চাকরি করার আমার প্রবল ইচ্ছা। কারণ আমি সব সময় দেখি—একজন মাঠ প্রশাসনের কর্মকর্তা (এসি ল্যান্ড, ইউএনও) একটি উপজেলার সব রকম পেশার মানুষের সঙ্গে মিশে কাজ করতে পারেন, সব শ্রেণির মানুষের সঙ্গে তাঁদের আন্ত সম্পর্ক তৈরি হয়, অভিজ্ঞতায় বৈচিত্র্য থাকে; যেখানে একজন শিক্ষক শুধু নির্দিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান এবং তত্সংশ্লিষ্ট ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকেন।
চেয়ারম্যান : মনে করো, তোমার মা চান তুমি প্রশাসনে আসো আর বাবা সাবরেজিস্ট্রার হতে বললে তুমি কার কথা শুনবে এবং কেন?
আমি : স্যার, আমি বাবাকে বলব, সরকার এত অর্থ ব্যয় করে আমাকে গ্র্যাজুয়েট বানিয়েছে নিশ্চয়ই দেশের সুনাগরিক হয়ে দেশের কল্যাণ করার জন্য। সুতরাং দেশ ও জাতির সেবক হওয়ার জন্য সিভিল সার্ভিসে আসার চেষ্টা করা উচিত। (উত্তরটা পছন্দ হয়নি বলে মনে হলো।
উত্তরটা এ রকম হলে ভালো হতো—সাবরেজিস্ট্রার যতই লোভনীয় চাকরি হোক না কেন, তা একটি নন-ক্যাডার পদ। আমি এখানে বিসিএস ক্যাডার হতে এসেছি। সুতরাং আমি অবশ্যই মায়ের কথা শুনব।)
এক্সটার্নাল-১ : (কাগজপত্র দেখতে দেখতে) তোমার বাড়ি নওগাঁ? বলো তো নওগাঁ কেন বিখ্যাত?
আমি : জি স্যার। নওগাঁ জেলা প্রাচীন পুরাকীর্তির জন্য সবচেয়ে বিখ্যাত। এখানে উপমহাদেশের সব থেকে বড় বৌদ্ধ বিহার সোমপুর বিহার রয়েছে, রয়েছে জগদ্দল বিহার, হলুদ বিহার, রবীন্দ্রনাথ স্মৃতিবিজড়িত পতিসর কুঠিবাড়ি। আমাদের নওগাঁ ধান ও চাল উৎপাদনে দেশসেরা, স্যার।
এক্সটার্নাল-১ : গণিতে একটা পুরস্কার আছে, নাম জানো?
আমি : ‘অ্যাবেল পুরস্কার’, যাকে গণিতের নোবেল বলা হয়। (বলা উচিত ছিল ‘ফিল্ড মেডেল পুরস্কার’)
চেয়ারম্যান : দুই অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা বলো তো?
BANK MATH & ENGLISH WRITTEN FACT
আমি : বৃহত্তম ৯৯ ও ক্ষুদ্রতম ১০।
চেয়ারম্যান : কখন দুটি ত্রিভুজ সর্বসম হবে?
আমি : স্যার, তিনটি ক্ষেত্রে দুটি ত্রিভুজ সর্বসম হতে পারে। যদি তিন বাহু সমান হয়, যদি দুই বাহু ও তাদের অন্তর্ভুক্ত কোণ সমান হয়, দুই কোণ ও তাদের অন্তর্ভুক্ত বাহু সমান হয়।
চেয়ারম্যান : আরো একটি আছে, সেটা বলো।
আমি : দুঃখিত স্যার, আর মনে পড়ছে না।
চেয়ারম্যান : (নিজেই বলে দিলেন) সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটি সমান হলে।
এক্সটার্নাল-২ : তোমার পঠিত বিষয় অ্যাপলাইড ম্যাথমেটিকস, তাই না? এই সাবজেক্টের কাজ কী?
আমি : জি স্যার। ফলিত গণিত হচ্ছে সাধারণ গণিতের প্রয়োগ। বাস্তব জীবনে গণিতের প্রায়োগিক দিকগুলো নিয়ে ফলিত গণিত বিষয়টি গঠিত।
এক্সটার্নাল-২ : আচ্ছা, ফুরিয়ার সিরিজটা পড়েছ? ফুরিয়ার সিরিজটা বলো এবং এর বাস্তব একটা উদাহরণ দাও।
আমি : (সিরিজটা বলার পর বললাম) দুঃখিত স্যার, ফুরিয়ার সিরিজের বাস্তব উদাহরণ আমার জানা নেই।
এক্সটার্নাল-২ : ফলিত গণিতে কী কী পড়ানো হয়?
আমি : মেজর কোর্সগুলোর মধ্যে রয়েছে Method of Applied Mathematics, Operation Research, Discrete Mathematics, Numerical Analysis, Real Analysis, Hydrodynamics, Magnetohydrodynamics, Turbulence, Relativity, Cosmology, Complex Analysis, Electrodynamics, 2 & 3-Dimensional Geometry, Programming etc.
এক্সটার্নাল-২ : ল্যাপলাস ট্রান্সফরমেশন পড়েছ? তো বলো এটা কী কাজে ব্যবহার করা হয়?
আমি : স্যার, ল্যাপলাস ট্রান্সফরমেশন দিয়ে আমরা সময় ও সরণের রূপান্তর করতে পারি এবং সমীকরণ সমাধান করতে পারি।
বিসিএস গণিত প্রস্তুতি নিয়ে যারা টেনশনে আছেন তাদের জন্য কিছু পরামর্শ ।
চেয়ারম্যান : একটি জেলার সিভিল প্রশাসনের প্রধান কে? তাঁকে আর কী কী নামে ডাকা হয়?
আমি : ডেপুটি কমিশনার, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিস্ট্রিক্ট কালেক্টর।
চেয়ারম্যান : কেন তাঁকে ডিস্ট্রিক্ট কালেক্টর বলা হয়?
আমি : জেলার সব রাজস্ব তিনিই কালেক্ট করেন।
চেয়ারম্যান : উনি কোন ধরনের রাজস্ব কালেক্ট করেন? ইনকাম ট্যাক্স কি উনি কালেক্ট করেন?
আমি : সব ধরনের রাজস্বই তিনি কালেক্ট করেন। দুঃখিত স্যার, ইনকাম ট্যাক্স জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তারা কালেক্ট করে থাকেন।
চেয়ারম্যান : ঠিক আছে। তুমি এখন আসতে পারো।
গ্রন্থনা : এম এম মুজাহিদ উদ্দীন
পরীক্ষার প্রস্তুতিমূলক বিভিন্ন PDF এবং অন্যান্য বিষয়ে আপডেট থাকতে আমাদের ফেসবুক গ্রুপে যোগ দিন- fb.com/groups/bcsspecials/
অথবা ফেসবুক পেজে লাইক দিন- fb.com/abcsspecial
ওয়েবসাইট: https://www.abcsspecial.xyz/